Skip to content

একটা মেঘলা সকাল

কি যে হোল আজ সকাল থেকে
সময়ের হিসাবটা বুঝতে পারছি না,
দিন যে কখন মেঘলা চাদরে ঢেকে
মাঝে মাঝে অট্টহাসি হাসে;
ঝমঝম , টিপটিপ, বৃষ্টির ফোটা পরে
তবু গুমোট ভাবটায় , ঘোর কাটে না,
গাছের পাতাগুলো কেন জানি
আদুরে শব্দ করছে সাত সকালে,
দিনের বাতি নিভেছে , ঘরে রাত
ছটফট করছে কাঁচের জানলা, পরদা ছাড়া
সবাই মুক্ত হতে চায় শিকল ভেঙ্গে,
একটু খুলে দেখ দরজার তালা
কতবার আছড়ে পরে মুক্তির গন্ধে,
রাস্তায় জলাশয়, লজ্জায় মরে মেঘ
ধীরে ধীরে চলে যায়, নীল ভাসে
ছোট ছোট পায়ে ঢোকে ভাঙ্গা রোদ।

মন্তব্য করুন