Skip to content

এই সুন্দর ধরনী-কবি মোয়াজ্জেম বিন আউয়াল।

এই সুন্দর ধরনী
তোমারই দান,
তুমি যে দয়ার সাগর
তুমি যে মহান।
তুমি ছাড়া বলো প্রভু
কে আছে আমার,
তুমি পাশে না থাকিলে
পৃথিবী আধার।
তুমি রিজিক দিলে
প্রভু অন্য জুটে,
তুমি ফুটালে বাগানে
সুন্দর ফুল ফুটে।
তোমার দয়ায় চলে
পুরো দো-জাহান,
মানুষ সৃষ্টির সেরা
তোমারই দান।
তোমার হুকুমে
আকাশ থেকে বৃষ্টি পড়ে
মাটির সজিবতায়,
ফসল ধরে।
তুমি চাইলে
এ দেহে প্রাণ,
তুমি না চাইলে
হবে নিষ্প্রাণ।
তোমার হাতেই কলকাঠি
তুমিইতো সব,
তুমি ছাড়া চাই না প্রভু
পৃথিবীর মিথ্যা কলরব। 🎉🎉🎉🎉🎉🎉

মন্তব্য করুন