Skip to content

এই পৃথিবী – নীলাঞ্জন

এই পৃথিবী বড়ই নোংরা,
এই পৃথিবী আমার নয়।
এর অলিতে-গলিতে
এর রাস্তায়-এর ধোঁয়াশা সন্ধ্যায়-
শুধু মুখোশ ঘুরে বেড়ায়।
এর কোথায় মেশানো বিষাক্ত বিশ্বাস
হাতে লাগানো রক্তের ছাপ,
এই পৃথিবীর ছোঁয়ায় যেন মৃত্যুর ভয়
এই পৃথিবী আমার নয়

এই পৃথিবীর সকালে ওঠেনা সূর্য,
ঘাসে পড়েনা শিশির
এর শিরায় শিরায় নিস্তেজ জীবনের ভিড়,
এর কবিতায় নেই ছন্দ, নেই প্রেমের রেশ
এই পৃথিবীর মানুষ বড়ই সস্তা
একটু তেই ফুরিয়ে যায়।
এই পৃথিবী নিজের কছে নিজেকে হারায়-
এই পৃথিবী আমার নয়।

এই পৃথিবী সুখ খোঁজে মদের আস্তানায়
যেখানে রোজ হাজার লাশ মত্ত হয় নেশায়,
এই পৃথিবী দেখেনি সুখ, দেখেনি দুঃখ,
কখনো বলেনি” তোমার ভালোবাসি”
শুধু শরীরের লোভে হেসেছে বিষাক্ত হাসি।
এই পৃথিবী বিষের আঁধার, শরীরে শরীরে বিষ ছড়ায়
এই পৃথিবী শরীর নিয়ে শরীর হারায়।
এই পৃথিবী তোমার গর্ব, আমার ভয়।
এই পৃথিবী আমার নয়।

মন্তব্য করুন