Skip to content

এই তুমি তাড়াতাড়ি আসবে তো?—(মাহ্ফুজ নবীন)

সূর্যের কোন কোষ্ঠকাঠিন‍্য
না থাকায়; আজও সকালটা একই সময়
ঘুমে প্রেতাত্মারা সারারাত
জ্বালিয়ে বলেই; এখন আমার জন‍্যে অসময়

যেন অলিখিত স্থায়ী
চুক্তি ভিত্তিক সম্পর্কটা সত্যি সত্যিই দেয়ালে ব‍্যবধান
প্রশ্ন ছাড়াই অসম্ভবকে মেনে
স্বাভাবিক কষ্ট থেকে মুক্তির ভিন্ন চেষ্টায় পরিত্রান

ঘড়িটা থেমে গেছে
বুকের রক্তে তেজস্ক্রিয়তার অভাবে
যদিও মনে কষ্টের
অভাব নেই বলেই; আর কে কাদাবে?

প্রিয় শব্দ গুলো
নিস্তব্ধ, নিস্তেজ, বিধ্বস্ত
জান; সোনা, তাই আর শুনি না
“এই তুমি তাড়াতাড়ি আসবে তো?”

মন্তব্য করুন