Skip to content

উম্মাদ প্রেমের কাব্য – কবি মোহাম্মদ মকিজুর রহমান

  • by

যখন আমার জন্ম হল
সূর্য তখন হয়নি উদয়
ভুবন জুড়ে গহিন আঁধার
পথ দেখি না চলার মাঝে
মন হয়েছে দিশেহার
পথ হারিয়ে ফুলের বনে
ফুল ফোটেনা অভিমানে
পাখি গুলো আশ্রু ঝরায়
বৃক্ষ তরু ঘুমিয়ে আছে
ভেসে উঠে সেই চেনা মুখ
দুঃখ গুলো মনে পড়ে
যে হাসিতে মন মেতেছি
শীতল কোলে ঠাই হয়েছে
কোন যাতনা আমার ভিতর
মন পুড়ে যায় অগ্নি তাপে।

শান্ত নদীর সুখের উৎপাত
স্রোতে ভাসে হাসির রসে
দুঃখ গুলো ঘুমিয়ে ছিল
জাগল আজি এই নিশিতে
এমন সময় আঝর ধারায়
কান্না এলে আশ্রু ঝরে।
শুদ্ধ ছিল প্রেম পিরিতি
ছোট্র বুকে প্রেমের নদী
ভাঙিয়া যায়রে মনের আশা
তুমি কেবল ঘুমি আছে
আকুল ব্যাকুল অন্তর খানি
যায়রে ছুটে তোমার নীড়ে।
একরত্তি প্রেম দাও বলি
বড় তৃষ্ণা আমার মনে
চক্ষু খুলে একবার দেখে
সব নিয়েছে কেড়ে
কেবল আমার ইচ্ছা গুলো
আকাশ গঙ্গায় ভাসে।

যখন আমার জন্ম হল
চারিদিকে প্রেম বিদ্রোহ
লাইলি মজনু,শিরি ফরহাদ
সবাই ছিলে দূরে
তাজমহলটা দান করেছে
সম্রাট শাহজাহান
তবু ফিরে চায়’নি মমতাজ
চলে গেছে দূরে।
তখন আমার আকাশ ভরা মেঘ
বারবার বিদ্যুৎ চমকে
বুকের ভিতর উড়ে আসে ঝড়
বুঝিনা’রে দুঃখ কোথা থাকে
আমার ব্যথা আমি জনি
বুঝিনা বুকটি কেন ফাটে।

কত দুঃখ আমার মনে
আমার দুখে জাগল ভুবনপাঁড়া
দুঃখ গুলো মস্ত বড়
কত বড় মস্ত বড়
পাহাড় সমান
অন্তর তোমার বিষে ভরা
সবে তোমার প্রেমের রশি
গলায় পরালে।
পুম্পবনে ঝরা ফুলে
গাঁথি আমি মালা
জানিনা আদর করে
কে পরাবে মালা?
শুধু আমি মনের আশায়
পথ চেয়ে রই
আর কত কাল থাকবো বল একা।

ভালবাসা হয়না আমার
কত ছলনা
আমার ঘরে আঁধার ঘেরা
আলো জ্বলে না
হীরা-মানিক চাইনা আমি
একমুঠে প্রেম চাই
একবার তুমি হওনা উদয়
আমার মোহনায়।
প্রেমের হাটে প্রেমের দামে
চোখের জলে কিনে তারে
ভেসে গেল অঝর ধারে
সেকি যন্ত্রনা
মন মানে না
প্রেম ছাড়া জগৎ চলে না।

যখন আমি তোমা ডাকি
তুমি থাকে দুরে
দুঃখ গুলো বাজে মনে গানে
আশ্রু আমার ঝরার শুধু কষ্ট
কেন তুমি বারে বারে আমায় কাঁদাও
প্রশ্ন জাগে মনে।
ভাবনা গুলো তোমায় নিয়ে
স্বপ্ন দিনে রাতে
কত কঠিন মানুষ তুমি,
প্রেম দেখিনা মনে
তোমার আশায় বসে থাকি
দুঃখ আমার মনে
তোমার দেওয়া কষ্ট গুলো নড়েচড়ে উঠে।

কোথায় প্রেমের আবাস ভূমি
কোথায় বসবাস,
প্রেম তরঙ্গের তরী আমার কঠিন সর্বনাশ
জানিনা প্রেম কেন এত কাঁদায়
স্বপ্ন নিয়ে খেলা করে
দুঃখ দিয়ে স্বপ্ন গুলো সাজায় বারেবারে।

মন্তব্য করুন