Skip to content

ইচ্ছে পাখি

শিরোনাম- ইচ্ছে পাখি
কলমে- আশীষ গুহ
আমার ইচ্ছে পাখি ডানা মেলে উড়তে চায় আকাশ পানে।
ইচ্ছে যখন ছোট্ট ছিলো,
চড়ুই হয়ে এঘর ওঘর, আকাশ ছিল এক চিলতে।
ভাবিনি কখনো , এই আকাশেও ঝড় ওঠে, বৃষ্টি পড়ে উল্কা ছোটে,
একদিন সেই ঘর ভাঙল ইচ্ছে ডানা হলো ইচ্ছে ছাড়া,
এখন আমি কলের পুতুল যেমন আদেশ তেমন সারা।

যখন আমি একটু বড়, ইচ্ছে পাখি রং বদলায়। কণ্ঠে পেলাম মধুর সুর।
গাছের ডালে পাতার ফাঁকে কুহুতানে গান শোনাই, কালো হলেও প্রেমের পিওন,
কিশলয়ে রং লাগাই আবির রাঙাই জীবনটাকে।
ঋতু বদলায় রং বদলায়, এবার আমি বোবা পাখি,
শীতের কাঁপন ইচ্ছে ডানায়
রুদ্ধ তানে আকাশ দেখি, দিন বদলের অপেক্ষায়।

এখন আমি অনেক বড়, আলবাট্রস ইচ্ছে ডানায়।
জীবন সাথির ছোঁয়ার আশায় হাজার মাইল উড়ে বেড়াই।
উথাল পাথাল সাগর ঢেউ আমার দিনের চারণ ভূমি
রাতের বেলা একটু ঠাঁই মাস্তুলের ওই উঁচু চূড়ায়,
সাথির সাথে জীবন কাটাই, স্বপ্ন রঙিন ভালোবাসায়।
দিন কাটে রাত যায়, এক আলবাট্রস তার সঙ্গী হারায়,
রঙিন স্বপ্ন ফিকে হয়ে, সাগর জলে মিলিয়ে যায়।

বিরহের কবিতা,

মন্তব্য করুন