Skip to content

আহ্লাদী প্রাণোবধূ —(মাহ্ফুজ নবীন )

মৃত্যুটা কাছাকাছি; আছে নিভৃতে চুপ
শেষ খেয়ে ভব বাঁচি; চা, পানি, সুপ

আলোতে আধার সব; সুখ রোগে ভোগ
সেই সভ‍্যতার শৈশব; আজ রাগে অনুযোগ

প্রিয় মেয়ের সেই চোখ; একটুও খুলছেনা আর
নারী ছেড়া মম শোক; যাবে পরলোকে এবার

মৌমাছি বনে নেই; মনেতে কিঞ্চিত ফোঁটা মধু
মরে গেছে প্রিয়া সেই, এক আহ্লাদী প্রাণোবধূ।

মন্তব্য করুন