Skip to content

আষাঢ়ে ছড়া – অমিয় আদক

মিতুল ডাকে পুতুলদিকে শোনাতে তার ছড়া,
এই ছড়াটা সবার কাছে যাবে না যে পড়া।
আষাঢ় মাসে রাজস্থানে হল বিরাট বান,
চিতোর গড়ের মানুষরা সব হাবুডুবু খান।
কাশ্মীরেতে বালির পাহাড়, নেই তো বরফ মোটে,
ডাল হ্রদেতে উটের দৌড় দেখে সময় কাটে।
চেরাপুঞ্জি মৌসিনরামে নাই তো মেঘের দেখা।
বৃষ্টি কবে হয়ে ছিল, নেই মনে সে কথা।
মেঘালয় আর অসম জুড়ে বেজায় রকম খরা,
উদয় গিরি, খণ্ড গিরি আপেল বাগান ভরা।
ঝাড়খন্ডে আষাঢ় মাসে বেজায় বরফ পড়ে,
কাঁপছে সবাই থরথরিয়ে ঠাণ্ডা হিমেল ঝড়ে।
আষাঢ় মাসে ঠাণ্ডা বাতাস দুই বাঙলা জুড়ে,
ধানের চারা বেরিয়ে আসে মাঠের বরফ ফুঁড়ে।
সোঁদর বনে বাঘ মামা নেই কেবল আঙুর চাষ,
মউলেরা সব আঙুর ফলায় সুখেই করে বাস।
আরাবল্লীর বরফ গলে, বৃষ্টি অঝোর ঝরে,
জয়পুরেতে হড়পা বানে অনেক মানুষ মরে।
তামিলনাড়ু কর্নাটকে নতুন মরুভূমি,
ইচ্ছে হলে ট্রেনে চড়ে দেখে এসো তুমি।
আরো আজব কাণ্ড অনেক ঘটছে আষাঢ় মাসে,
এসব দেখে ভারতবাসী মরছে মহা ত্রাসে।
পুতুল বলে, থামা এবার তোর আষাঢ়ে গল্প,
তোর মুন্ডুর হেডনাটটা বোধ হয় ঢিলে অল্প?
মিতুল বলে, হয়নি ঢিলে, শেষ হল মোর পড়া,
এটা আষাঢ়ে গল্প নয় রে, এটা ‘আষাঢ়ে ছড়া’।


কবি অমিয় আদকের পাতায় যেতেঃ এখানে ক্লিক করুন 

মন্তব্য করুন