Skip to content

আর্তনাদ

মানবজাতির ভয়াবহ দিন সম্মুখে মৃত্যুখাদ,
ক্রন্দিত আজ আকাশ বাতাস ক্ষুধার্তের আর্তনাদ।
কাঁদছে শিশু পথের ধারে নিথর মায়ের দেহ
সুবিশাল এই পৃথিবীতে হায় নেই আর তার কেহ।
সংক্রমণের ঝড় উঠেছে বিশ্বে অব্যাহত মৃত্যু মিছিল,
নেই ভেদাভেদ ধনী দরিদ্রদের ভেঙেছে বৈষম্যের পাঁচিল।
রুষ্ট প্রকৃতি মেতেছে আজ বিধ্বংসী এক খেলায়,
কাতারে কাতারে মরছে মানুষ চরম অবহেলায়।
চিন্তার ভাঁজ বাড়ছে ক্রমশ দমবন্ধ পরিবেশ,
মনে জাগে ভয়, তবে কি এবার হবে সব নিঃশেষ?

1 thought on “আর্তনাদ”

মন্তব্য করুন