Skip to content

আমি সেথায় যাবো – হিমেল কবি

আমি সেথায় যাবো;
যেথায় ছিলেম-
অভ্ররাশির দেশে।
মেঘালয় থেকে তারোকারাজি
যেথা পড়িতেছিল-
খ’শে খ’শে।

যাবো সেথায়-
বিদগর্ভ নগরে
রাতের আঁধারে নিশাপতি যেথা;
আপসে আসি
রোজ জ্বালিত ভৈরব প্রভাতি।

আমি যেতে চাহি দুরে
বহু দুরে-
মেঘের সাথী হয়ে;
চন্দ্রমিকার দেশে।

সুর্যদেবের ক্রোধানল;
আগলে বুকে-
যিনি জোছনা ছরায়
নির্দয়,প্রাণহীন পৃথীবির বুকে।

1 thought on “আমি সেথায় যাবো – হিমেল কবি”

  1. Himel. kobi

    কবিতাটি হিমেল কবির;
    “হিমেল ও শীথিল সাহিত্য সমগ্র” নামক
    কাব্য গ্রন্থ হতে সংকলিত।

    মুলত কাব্যগ্রন্থটি কবির শৈশবে রচিত ১০১ টি কবিতার অগোছালো সংগ্রহ শালা।

    *”হিমেল ও শীথিল সাহিত্য সমগ্র” কাব্য গ্রন্থের বিষয়ে যেকনো ধরনের প্রশ্ন থাকলে মন্তব্য করুন।
    @ধন্যবাদ!

মন্তব্য করুন