Skip to content

আমি রেখে গেলাম অভিশাপ —(মাহ্ফুজ নবীন)

ক্ষুধা তো মানে না, ঐ করোনার ভয়
অশনির বার্তা, ক্ষুধা করে পরাজয়

চাল- ডাল ঘরে নাই; কি বলো খাই?
হাতটা পাতি শুধু, যদি একমুঠো পাই

খাওয়ার চিন্তায় আর, হয় নারে ঘুম
সব ভিআইপিরা থাকে, বিলাসী রুম

ভাইরাস ধরলে জানি, যাবো হয়তো মরে
আমি ঘরেই মরছি দেখো, ধুকে অনাহারে

কাজ- কাম কিছু নাই, বন্ধ ঘরের দুয়ার
বাইরে গেলেই মারে, ঐ পোষ‍্য তোমার

তোমার রাজ‍্যে আমি, এক অভাগা প্রজা
খোঁজ তো নাও না তুমি, জানি আমি বোঝা

যদি আমি ঘরেই মরি, তোমার হবে কি পাপ?
এই ভাঙা ঘরেই রেখে গেলাম, কিছু অভিশাপ।

মন্তব্য করুন