Skip to content

আমি পারিনা কেন

“আমি পারিনা কেন ”
————এস.আই.তানভী

ওরা দামি পোষাক পরে
প্রসাধনির শেষ নেই……
কত সুস্বাদু খাবার ছুড়ে ফেলে
ডাস্টবিনে, কুকুরও শেষ করতে হাঁপিয়ে উঠে
ঝড় ঝাপটা কোন কিছুর ভয় নেই
ওরা তবুও ভুল করে ভাবে না তাদের কথা
যারা তাদেরই পাশে ফুট পাতে
শুয়ে থাকে অনাহারে, বস্ত্রহীন
বিনা চিকিত্‍সায় ধুকে ধুকে মরে ।

আমি তাদের জন্য কিচ্ছু করতে পারিনা
শুধু তাদের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলতে পারি
আমি তাদের কথা ভুলে যেতে চাই
অথচ ভুলতে পারিনা কেন ?
—————–
২৪/০৭/১৩ইং

মন্তব্য করুন