Skip to content

আমি কৃষক

আমি হাবাগোবা কৃষক-

আমার প্রেম, আমার ভালবাসা
আমার মনে লুকানো যত আশা
ভাগাভাগি হয় মাটির সাথে,
কাদা মাখি মনের পোড়া ক্ষতে।

আমি লিখতে পারি না
বুনতে পারি,

যে বুনায়- হাজারো ছন্দ
মনমাতানো গন্ধ, অপার আনন্দ

যে বুনায়- বাতাস ডেউ খেলায়
উদাসি কবি, হারায় সন্ধ্যা বেলায়।

যে বুনায়- চিতা হরিণের কারাগারে
দেশের চাহিদারা, কৃষকের দ্বারে।

আমি হিসেব কষতে পারি না
বুঝতে পারি-
দু’মুঠো ভাতের সাথে
ডাল-ভর্তা মিশায়ে পাতে
ধান বিক্রির টাকা শেষ,
দুখের জীবণ, আছি বেশ!

বুঝতে পারি-
সোনার দেহ মিশায়ে কাদা-জলায়
সোনার ফসল বারবার ফলায়,
রূপ-যৌবন, সৌর্য-বীর্য বিলায়ে সবি
জরাজীর্ণ দেহখানি, এ কথাই ভাবি

আমি বুঝতে পারি-
আমার কথা কেউ ভাবে না
দিন দিন বাড়িছে অভাব-দেনা,
আমলারা শুধু চাই, চাই, চাই!
আমার কোনই মূল্য নাই।

মন্তব্য করুন