Skip to content

আমি আর জীবন

আমি আর জীবন
—-এস.আই.তানভী

তোমাকে উপভোগ করি
হাসতে হাসতে কাঁদতে কাঁদতে
তোমার প্রত্যেকটা মুহূর্ত কে
লালন পালন করি দিন রাতে।

তোমার ভালো মন্দ, ঝড়তুফান
বেলা অবেলার মান অভিমান
এই হাসি এই কান্না, কষ্টের বান-বন্যা
জ্বলে যাওয়া পৃথিবী কিংবা স্বর্গের বিছানা
সব কিছু পাশাপাশি, গভীরতায় মিশে
উপভোগ করে যাই খুব ভালো বেসে।।

তুমি চাওয়া পাওয়ার হিসেব করতে
যখন একাকী কলম ধরো
হাসি পায়, না হয় কান্না করি গোপনে
যখন তুমি বাঁচো কিংবা মরো।

তোমাকে ভোগ-উপভোগ করি অহর্নিশ
শুষে নেই তোমার ভেতরের সব অমৃত- বিষ
তোমার সাদ-অবসাদগ্রস্ত শরীর মন
সময় অসময়ে করে যত আয়োজন
ইচ্ছা অনিচ্ছা যা’ই হোক নিরুৎসাহিত করি না
আর যা’ই হোক, জীবনকে ঘৃণা করা যায় না।
——————-
১৫/০৭/১৮ইং

মন্তব্য করুন