Skip to content

আমার সোনার বাংলা

আমার সোনার বাংলা
——————এস.আই.তানভী

এতো বিতর্ক আর ভালো লাগে না, ভাবছি
নিজেই একখান সঙ্গীত বানাই- ঘুরেফিরে আসে, 
‘আমার সোনার বাংলা—আমি নয়নজলে ভাসি–
কেউ সাহায্য করবেন গভীর ধ্যানমগ্ন হয়ে একটু বসে?

কাজের কাজী নইতো কেউ, অকাজে দেখাই দুঃসাহস, 
ঘুরেফিরে আসে, ‘চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস–
আমার প্রাণে বাজায় বাঁশি 
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।।
——————-
০৪/০৮/১৯ইং

মন্তব্য করুন