Skip to content

আমার শিক্ষার্থী

কোমল কুলষমুক্ত মন যার
সে আমার শিক্ষার্থী ।

পদ্মবনের প্রস্ফুটিত পদ্মের মত ব্যবহার যার
সে আমার শিক্ষার্থী।

দূদির্নে দুখী জনের পাশে থাকে যে
সে আমার শিক্ষার্থী।

দেশ মাতৃকা সেবায় নিজ জীবন ব্রত করে যে
সে আমার শিক্ষার্থী।

যে অন্যায়ে প্রতিবাদী বলিষ্ঠ কন্ঠস্বর যার
সে আমার শিক্ষার্থী।

জ্ঞানের দীপ্ত আহরণের জন্যে চলে যে
সে আমার শিক্ষার্থী।

অজানাকে জানার জন্য অদম্য কৌতুহল আছে যার
সে আমার শিক্ষার্থী।

আকাশের মতো উদার যার মন
সে আমার শিক্ষার্থী।

সূর্যের মতো যে আপন তেজে জ্বলতে শিখেছে
সে আমার শিক্ষার্থী।

নদীর মতো আপন বেগে যে চলতে শিখেছে
সে আমার শিক্ষার্থী।

চোখে যার অভিনব স্বপ্নে ভরা
কিন্তু সকল স্বপ্ন রঙিন,
সে আমার শিক্ষার্থী।

মাটির মতো আছে যার সহ্য ক্ষমতা
সে আমার শিক্ষার্থী।

গণতন্ত্রের মূলমন্ত্র যার জানা
সে আমার শিক্ষার্থী।

কোরআন,গীতা,ত্রিপিটক,বাইবেল স্ব ধর্মের গ্রন্থ যার বিশ্বাস
সে আমার শিক্ষার্থী।

চাঁদের মতো যে হাসতে পারে
সে আমার শিক্ষার্থী।

যার কথা গুলো কবির কবিতার মতো সন্দুর
সে আমার শিক্ষার্থী।

সৃজাতা যাকে আদর্শের আদর্শ হিসেবে সৃজন করেছে
তার পদাঙ্ক অনুসরণ করে যে,
সে আমার আর্দশ শিক্ষার্থী।

সাম্প্রদায়িক সম্প্রতিতে নেই যার বিশ্বাস
যার চাওয়া পাওয়া সাম্য,
সে আমার শিক্ষার্থী।

যার মনে নেই লোভ, আত্ম অহংকার
সে আমার শিক্ষার্থী।

সুখ শান্তির মধ্যে বিশ্বের শান্তি যার কাম্য
মানুষের জন্য মানুষ,
আর জীবনের জন্য জীবন,
এই যার একমাত্র মুল মন্ত্র,
সে আমার শিক্ষার্থী।

————-
রচনাকালঃ
৩০-০১-২০২০

মন্তব্য করুন