Skip to content

আমার দূর্গা – প্রভাত মণ্ডল

  • by

আমার দূর্গা
শিশির ভেঁজা শিউলির ঘ্রানে,
হেথাসেথা ভাসা মেঘে বৃষ্টি আনে।

আমার দূর্গা
ঢাকের তালে নটবরী,
শুভ্র সাদা বস্ত্র পরিধানে।

আমার দূর্গা
ঘুরেফেরে অলিগলি কর্মের সন্ধানে,
দেখা যায় তাকে গুগোলী কুড়াতে
পাঁকালী পুকুর পানে।

আমার দূর্গা
মমতাময়ী মা জন্মদেয় নয় মাস গর্ভে ধরে
নিজে না খেয়ে সন্তানেরে দেয় খাবার মুখে তুলে।

আমার দূর্গা ইনক্লাবী
মুখোস টেনে খোলে রামরহিম অবতারের,
আমার দূর্গা দুমদ র্দুদ‌্যম
মৃত‌্যুকে বরন করে করতে এভারেষ্ট জয়ে।

আমার দূর্গা পাষান
অশ্রু লুকিয়ে পাঠিয়েছে ছেলে দেশ মাতার তরে,
আমার দূর্গা মাদার টেরিজা
আর্তের সেবায় জীবন বাহিত করে।

আমার দূর্গা
শিবু বাগ্দীর মেয়ে
অনটনের মধ‌্যেও দেখায় ফাস্ট ক্লাস পেয়ে,
আমার দূর্গা রচেছে অবয়ব
তাকে পাবে স্থলে জলে অন্তরিক্ষে।

মন্তব্য করুন