Skip to content

আমার গ্রাম – হিমেল কবি

  • by

আমি দুর থেকে দেখি-
আমার গ্রাম,
অবাক সুর্যোদয়।
হিংস্রো দু চোখ-
দ্বপ করে জ্বলে ওঠে,ঝলসায়!

ঐ ছোট্ট সুখের নীড়
আমার,আমি?
আজ ও বাড়ি কেউ নয়।
গভীর নীশিথের-
নিশাপতি আমি
ভর দুপুরের দিবাকর।

সাহ্নায়ে সন্ধ্যাতারা বেশে
ফিরি,আমি; ও
গায়ের দুরন্ত কিশোর।

আমি নাহি ভুলিবো-
আমার পল্লী জননী,পল্লী
মায়ের কোল।
আম্র ডালে বাধি যেথা
বন-শখা,হরষে
খেয়েছি দল।

নাহি ভুলিবো কভু
ভোর বেলা যত-
শিশির সিক্ত সাদা ফুল।
আবার আসিবো ফিরে,
তবে রুপোলী মানব থেকে
অনিয়ম বেশে,তুলিতে
মোর স্পর্শে ছোয়া যত
আতোশী ফুল।

আমি আধমরা বসে থাকি
লাল দীঘির ওপারে,
চেনে আমায় আমায়-
দীঘির কালো জল,
আমায় চেনে।
জানে আমায়,রোদ্দু করোটিতে
ফেরা ছোট্ট পাখির দল,
আজ আমি অরুণ খুনে রাঙ্গা তরুণ।
মোর গায়ে বাজে,মোর মরণ বীণা
বাজে মাদল।

মন্তব্য করুন