Skip to content

আমার কোন দুঃখ নেই – জয়নাল আবেদীন

আমার কোন দুঃখ নেই
দুঃখ যা আছে সব আমাদের আছে

আমাদের সন্তানেরা নর্তকীর পেট্রোলবোমায় ঝলসে যায়,
মায়েরা কাঁদে,
পিতারা নিস্তব্ধ থাকে!

আর তারুণ্য ছুটে চলে নর্তকীর পিছে
বলে জোস্ আছে;

সৃষ্টিকর্তাও বিমূর্ত আজ শয়তানের অট্টহাসি দেখে!

আহা! আজ দুর্বিত্তও নর্তকীর কাছে মহান,
আর ঝলসে যাওয়া আদম সন্তানের যায় বুঝি প্রাণ।

কিন্তু আজ আমি আমজনতার একজন হয়ে চক্ষু বুঝিয়া থাকিতে পারিনা,
রুধিতে পারিনা কান্না,
প্রিয়ারে কইতে পারিনা ভালোবাসার কথা —
আমার অপরাধ আমি ঝলসে যাওয়া মানুষদের একজন।

আমার কোন দুঃখ নেই
দুঃখ যা আছে সব আমাদের আছে

দেখো নর্তকী আর তাদের অনুসারীদের দেখো,
তারা পূজা করে শয়তানের, নুপুংসুকের।
তারা দুর্বিত্তের মৃত্যুতে অঝোরে কান্না করে,
আর আমরা কাঁদি দুর্বিত্তের আগুনে ঝলসে যাওয়া ভাইয়ের জন্য।

 

মন্তব্য করুন