Skip to content

আমার কি করা উচিৎ? —(মাহ্ফুজ নবীন)

খ‍্যাতিমান লেখকের
দু’চারটে লাইন ধার করে
খুব লোভাতুর মনে
যখনই তোমাকে আকৃষ্টে বলতে চাইলাম

অমনি তুমি বললে-
“কিছুই হয়নি। বলো এটা কি?
আসলে তুমি আস্ত একটা নকলবাজ”

পুরোনো পেরেক ভর্তি সিমানা প্রাচীর ডিঙ্গিয়ে
চুপিসারে কয়েকটা ফুল নিয়ে
সেই জানালার কাছে গিয়ে
যখন তোমার হাতে তুলেই দিলাম

অমনি তুমি বললে-
“তুমি একটা কাপুরুষ। নয়তো বলো
কেন সাহস নিয়ে সামনে আসোনি আজ?”

কত পথ ঘুরে; অফিস পাড়ায় পাড়ায়
একটা কর্ম খুঁজে পাই; হয়তো অল্প বেতনের
দুজনার মাথা গোজার তবু হবে ঠাই
যখনই চাকরিটা পেয়েই গেলাম

অমনি তুমি বললে-
“তুমি কি পারো? বলো কি পারো?
তোমার এটা কোন চাকরি? এটা কোন কাজ?

ভেবেছি ভুলেই যাবো
যদি তোমাকে হারাই; হারাবো
তবু সহ‍্যের সীমা আছে; মেনে ভুলে যাবো
যখনই ভালোবাসা ভুলতে চাইলাম

অমনি তুমি বললে-
“আমি জানতাম; তুমি এমনই শয়তান
আসলে তোমার দোষ না, আমারি নাই কোন লাজ”

মন্তব্য করুন