Skip to content

আমার ওষ্ঠ চুম্বন করে মৃত্যুরে

যখন একাকী আমি একা
মনে মনে বহুদূর চলে গেছি
ঘুরে ফিরে ঘুরে ফিরে সেই
দুয়ার আঁটা খোলা দরজা
ভিতর-বাইরে বিষম যুদ্ধ

অত্যন্ত সহজে
জলে ভেসে যায়
ঘরের ভেতর ঘর
বুকের ভেতর বুক
মাথা থেকে পা
বৈতরণীর অন্য পাড়ে জমাট অন্ধ
অনঙ্গ অন্ধকারে সকলে মিলে একা একা
এই ভালো এই ভালো

বুকের ভেতরে হাট বুকের ভেতরে পাপ
পাপের ভেতর ঠোঁট ঠোঁটের ভেতর পাপ

বুকের ভেতরে ভাঙ্গে রাত
ভাঙ্গে হাটুরে মজমার হাট, দীর্ঘ প্রলাপ

জন্মের ভেতরে ঘুন,জন্মের ভেতর মৃত্যু
মৃত্যুর ভেতরে মৃত্যু

আমার ওষ্ঠ চুম্বন করে মৃত্যুরে …মেডুসার ঠোঁট থেকে কেড়ে
অঙ্গুরীর হিরন্যজলে…
-স্বপ্নময় স্বপন©

মন্তব্য করুন