Skip to content

আমরা সমাজের না সমাজ আমাদের

আমরা সমাজের না সমাজ আমাদের
– রামপ্রসাদ (হলুদ ঘাস )
সমাজ সমাজ বলি আমরা সবই সমাজের দোষ,
আমাদের নিয়েই সমাজ গড়া,আমরাই নির্বোধ !
মোড়ে মোড়ে নেশার দ্রব্য,কালো চশমা চোখে ?
প্রকাশে গিলছি আমরা ,আমাদের ভবিষ্যতকে ?
সব কিছুই লোক দেখানো ,সবার ভালো চাই,
স্বার্থের নেশাতে টিপছি গলা ,আদর্শ পুড়ে ছাই!
মা বাবাকে বাসবো ভালো,শিক্ষক দেন শিক্ষা,
ভূলটি আমার শুধরে গেল,স্যার এর মা করেন ভিক্ষা..!!
চায়ের দোকানে শিক্ষার ক্লাস,যেন,,,, সরস্বতীর দূত,
সুশিক্ষিত গড়তে সমাজ ,সমালোচনায় সুখ !
উকিলের আইনি রীতি নির্দোশ পায় শাস্তি,
ভুয়ো ডিগ্রি মেধায় সেবক,মূর্খ নেতার প্রাপ্তি!
ভালোবাসা,আদারেতে ,,,,পোষ্য গরু-মোষ,
মানুষ হলো এমন জাতি,সহজে মানেনা পোষ!
তবুও………….
সমাজ সমাজ বলি আমরা সবই সমাজের দোষ !!!

মন্তব্য করুন