Skip to content

আমরা ঘুমিয়ে

আমরা ঘুমিয়ে পুলওয়ামায়
***((প্রতিভা দে।১৪/২/২০২০/
আজ সেদিন
যে দিন আমরা চির নিদ্রায় ঘুমিয়ে পড়েছিলাম,
মাতৃভূমির তরে।
দেশটা ভালোবেসে দেশকে রক্ষা করতে গিয়ে
পেলাম না আমরা রক্ষা,
ঘুমিয়ে পরলাম চিরতরে।
তোমরা ভালো থেকো
আমাদের কথা মনে রেখো,
আমরা আছি বলে তোমরা
সুরক্ষায় থাকো।
ফেলে গেলাম আমার স্বজনদের,
তাদেরকে কে রক্ষা না করে
সে কথা না ভেবে
আমরা চলে যাই ঘর ছেড়ে দূরে।
মা কাঁদে স্ত্রী কাঁদে ,কাঁদে ছেলে মেয়ে,
আমরা তা ভুলে যাই সুরক্ষা দিয়ে।
পুলওয়ামায় আছি চিরনিদ্রায়
শুয়ে।
জীবন টা ছিল অনেক বড়
এক নিমেষে ফুরিয়ে গেল।
ঝাঁজরা হয়ে গেল বুকটা
পেলাম না এ পৃথিবীর সুখটা।
কত রঙিন স্বপ্ন ছিল
এক আঘাতে ফুরিয়ে গেল।
কেঁদে ছিলাম সেই ক্ষনে
আপন জনের মুখ মনে করে।
মেয়ের মুখটা বিশেষ করে,
জড়িয়ে ধরতো বুকটা ঘিরে
যখন যেতাম বাড়ি ফিরে,
এখন তার বাকি জীবন
কাটবে আমায় ছাড়া কেমন?
সে কথা ভাবলে কেমন
বুকটা আমার মচরে উঠে
যেমন।
হায় হুতাশে কাটবে দিন
যখন কোন বিশেষ দিন।
হয়তো তখন ভাববে
ঘুচিয়ে গেছে বাবা দেশ মাতার ঋন।

মন্তব্য করুন