Skip to content

আবার এলাম ফিরে – শহীদ উদ্দীন আহমেদ

বহু নগর বন্দর ঘুরে আবার এসেছি ফিরে
চিরচেনা সেই বটতলা ধান শালিকের নীড়ে
হিজল তমাল ছাঁয়ে হংসমিথুন খেলা করে
কৃষ্ণচূড়ার লাল ফুল দেখে হৃদয়ে রঙ ধরে
গ্রীষ্ম দিনের খর তাপ আর বর্ষার বারিধারা
আম কাঁঠালের স্বাদ পেয়ে মন হয় আত্মহারা
কদম ফুলে নয়ন জুড়ায় বর্ষা বাদল দিনে
শরতের ঐ শুভ্র কাশে প্রেম নিয়েছি চিনে
হেমন্তে পাই পাকা ধানের সোঁদা সোঁদা গন্ধ
শীতের হিমেল হাওয়া প্রাণে ছড়ায় কত আনন্দ
বসন্তে মন নেচে ওঠে প্রেমের ছন্দ দোলায়
আর কোথাও পাই না খুঁজে যা আছে এই বাংলায়।

মন্তব্য করুন