Skip to content

আবহমান

আবহমান
হাকিকুর রহমান

দখিনা সমীরণে সাজিলো আজিকে
কাননের ফুল রেণুকা-
মাধবীর সুরে পূর্ণিমা রাতে
বাজিলো কোথায় বেণুকা।।

বাজিলো কোথায় কোন নদীতীরে
কোন সে উদাসীর বাঁশি,
জাগিলো কোথায় মেহগনি ছায়েতে
লইয়া পরাণ ভুলানো হাসি।

ঘুমে ঢুলুঢুলু লজ্জাবতী লতা
এখনও মেলেনি আঁখি,
ধীরে বহা নদী চলিয়াছে কোথা
স্রোতধারা পিছনে রাখি।

স্বপন আলোতে জাগিয়া রহিয়াছে
কপোত-কপোতী শাখে,
কল্পলোকেতে ভাসিয়া চলিয়াছে
সুর ধরিয়া কাহারে ডাকে।।

মন্তব্য করুন