Skip to content

আবহমান বি‌চ্ছেদ __ জুম যাহ‌রিন নাজাহ

আ‌মি এক‌টি এক‌টি ক‌রি স্বপ্ন দে‌খি,
তু‌মি এক‌টি এক‌টি ক‌রে স্বপ্ন ভা‌ঙো,
‌ঠিক সেই র‌ঙিন গ্লা‌সের ফুলদা‌নি‌টির মত,
‌যে‌দিন তু‌মি ভে‌ঙে‌ছি‌লে,
‌কি ভীষণ কেঁ‌দে‌ছিলাম সে‌দিন ।

আ‌মি এক‌টি ক‌রে ক‌বিতা লি‌খি,
তু‌মি টুক‌রো টুক‌রো ক‌রে ছি‌ড়ে ফেল,
‌ঠিক যেভা‌বে আমার বিশ্বাসটা‌কে ছি‌ড়ে‌ছি‌লে,
ওবা‌ড়ির নেলীর বাসায় রাতদুপু‌রে ধরা খে‌য়ে।

‌আ‌মি টুক‌রো টুক‌রো স্মৃ‌তি সাজাই,
তু‌মি অয‌ত্নের আঁ‌কিবু‌কি‌তে নষ্ট ক‌রে দাও,
আ‌মি আমায় গ‌ড়ি বার বার, শত ঠোক্কর খে‌য়ে,
তু‌মি বার বার ভে‌ঙে দাও , নিষ্ঠুর হা‌য়েনার মত।
আমার সমস্ত আ‌মিত্ব‌কে অ‌ধিকার ক‌রে,
আবার হা‌রি‌য়ে যাও কোন অজানা প‌থে।

আ‌মি চিৎকার ক‌রি, কাঁদি,
কই ? কোথাও তুমি নেই।
আ‌মি আহত হই,
হনন ক‌রি নি‌জেই নি‌জে‌কে,
আ‌মি তোমা বি‌নে বাঁ‌চি বল কেম‌নে ?

আম‌ার আ‌মির পুনর্জন্ম হয়,
একটু একটু ক‌রে শৈশব, কৈ‌শোর পে‌রি‌য়ে
‌যেই না যৌবন আ‌সে,
তু‌মি জা‌নি কোথা থে‌কে এ‌সে হা‌জির হও।

‌তোমার বর্ণ, গাত্র,স্পর্শ আলাদা,
‌কিন্তু ঠিক একই ‘তু‌মি’ , আ‌মি জা‌নি,
যখন চুম্ব‌নের গভীর গহ‌নে,
অথবা তোমার লীলার যব‌নিকায়,
আ‌মি ঠিকই তোমায় চি‌নে যাই।

‌চি‌নে কি লাভ বল,
আবার তু‌মি হারাও,জন্মান্তর আমার,
এ খেলা বল আর কত , কত‌দিন?

লু‌কোচু‌রির প্রেম আর শরী‌রী ভালবাসা,
মৃত্যুর ন্যায় বি‌চ্ছেদ , আর বারবার বেঁ‌চে ওঠা,
কত বল কত আর ,
এই অাবহমান ??

মন্তব্য করুন