Skip to content

আনি প্রস্তুত

আমি প্রস্তুত
———এস.আই.তানভী

মাঝে মাঝে বুকের ভিতরটা মুচড়ে উঠে,
হুহু করে কেঁদে উঠি নিরালায়; রক্তের গতিও
বদলে যায়, চেনা মুখগুলি কেমন যেনো
হাজার বছরের অচেনা মনে হয়,
সবার আচরণ না বলা ভাষায়
বারবার বলে দেয়- যতদিন বেঁচে রবো
আমাকে একা একাই চলতে হবে,
আমি জানি এবং মানি; সে কথা।

জননী আমার না ফেরার দেশে চলে যাবার পর
মাওলা ছাড়া আপন বলতে, ভালো মন্দ
দেখার মতো আমার যে আর কেউ নাই;
এটা সূর্যের মতো সত্য তারপরও আফছোস করিনা,
তবুও একটা দুঃখ- মা বেঁচে থাকতেও যাকে
খুব বেশি ভালোবাসতাম, এখনো বাসি…..
সেই প্রিয় মুখখানিও অনেক বদলে গেছে ।

খুব কাঁন্না পায় আর অশ্রু শূণ্য চোখে কাঁদি,
কেননা এ কাঁন্নার মর্ম নিরাকার দয়াল ছাড়া
আর কারো বুঝার ক্ষমতা নেই,
সবাই আমার থেকে দূরে চলে যেতে পারে;
তিনি কখনোই ভুলবেন না- এ যে বিশ্বাস।

জানি সবই তার পরীক্ষার খেলা,
ধৈর্য্য-সহ্যের ক্ষমতা পরিমাপের বাহানা মাত্র,
তাই নতশিরে প্রস্তুতি ছাড়াই নির্ভীকভাবে
লড়াই করে যেতে সবসমই আমি প্রস্তুত।
তাই আবেগের নদীতে হাবুডুবু খেয়েও
চোখের জল চোখেই আটকে রাখি।।
—————–
২৫/০৬/১৪ইং

মন্তব্য করুন