Skip to content

আদু বাচ্চা

তুমি বল স্বাতি এভাবে কি প্রেম করা যায়

বিনা মেঘে যেখানে বৃষ্টির কোন আদিক্ষেতা থাকেনা কখন

সেখানে কিভাবে ঝরালে একটি বিকেল অজস্র জলের কিনারা।

এবার না হয় ছুঁয়ে দেখ প্রিয়

অশরীরী কোন এক জীবাশ্ম প্রহর

কি ভাবে ক্ষুধার্ত ভিখারির মতো
দুয়ার আগলে বসে আছে ।

শুধুই ভাল না বেশে যদি একসাথে ত্রাস হতাম দুজনে মিলে

কসম প্রেমের কোটার জন্য এক ফোঁটা বসন্ত ছুঁতেম না সে দিন তবে।

দেখ আদু বাচ্চা গুলো কি চমৎকার কি সুন্দর গর্জন করতে জানে।

তাদের চোখের কোনে দাঁতের পাটিতে রক্তক্ষয়ি বুলেটের বুলেটিন

আহম্মক বুঝি জানেনা স্বাধিনতা আমারও অধিকার

প্রয়জনে আবারও হতে পারি রাজ পথে এক গুচ্ছ রক্তাত্ব মিনার।

মন্তব্য করুন