Skip to content

আদিখ‌্যেতা – প্রভাত মণ্ডল

  • by

আদিখ‌্যেতা মোবাইলের ওপারে
বলল আসতেই হবে তোমায়
নইলে ভালো হবে না কিন্তু…………….
আথিতেয়তা ছিল সামনে
সে বলল এর থেকে বেশী নিবেদন
আমিও করতে পারবো না,
বিবেক স্থির করল আদিখ‌্যেতা
এতই যখন বলছে
না গেলে চলে না।
অগত‌্যা বিবেক ছুটে গেল আদিখ‌্যেতার ডাকে,
চক্ষু চারিদিক দৃষ্টি নিক্ষেপ করল,
আদিখ‌্যেতার দেখা পেল না
সে বিবেককে চুপি চুপি বলল আদিখ‌্যেতা কই
বিবেক মুচকি হাসল
দেখালো আদিখ‌্যেতা তখন অহঙ্কারের সঙ্গে আছে,
নিমন্ত্রিত ডাকল আদিখ‌্যেতা……………..
শুনতে পেল না সে
চক্ষু ইশারা করল আদিখ‌্যেতা এখন সেলিব্রেটির সাথে
অহংঙ্কার তার পাশে পাশে
বিবেকের মস্তিষ্ক ক্ষরণ হল
সে পরিত‌্যাগ করল স্থান
পড়ে দিন আবার আদিখ‌্যেতা
দুর ভাষ‌্যে সবই তোমার জটিলতা জটিলতা,
ওই সেলিব্রেটির মাঝে তুমি তো ছাপোষা,

মন্তব্য করুন