Skip to content

আত্মোপলব্ধি

যতটা প্রতিভাবান নিজেকে ভেবেছি এতদিন,
অতটা আসলে নই,
সমস্যা তো একটাই,
বুঝতে বুঝতেই কেটে গেলো পুরো জীবন।

যতটা প্রভাবক বলে বিশ্বাস বুক পকেটে নিয়ে
ঘুরেছি এতকাল,
যখন আকাল,
বোঝা গেলো, পুরোটাই ভ্রম, অলীক স্বপ্নজাল।

কিছুটা সময় শুন্যতা বটে, পরক্ষনেই বুঝতে পারি,
যা কিছু আছো
যা কিছু ছিলে
কোথাও কম কিছু নয়, ওটুকু সময় পুরোটা তোমার
আর কিছু কি চাই? খুব বেশি কিছু? কি দরকার

মন্তব্য করুন