Skip to content

আত্মদান – উত্তম চক্রবর্তী

একটি ছেলে জন্মেছিলো
বাংলার মায়ের বুকে,
ধন্য মাতার ধন্য ছেলে
জন্মভূমির সুখে।

জ্ঞানে গুণে লেখাপড়ায়
অনেক সুনাম ছিলো,
বিদ্যালয়ে সবার অতি
প্রিয়ভাজন হলো।

ছোটবেলায় স্বপ্ন দেখে
ধরবে দেশের হাল,
স্বপ্ন যে তার সত্যি হলো
নেতা মহাকাল।

সুখেদুঃখে ছুটে যেতো
সবার আশেপাশে,
উদারচিত্ত দেখে লোকে
ভীষণ ভালোবাসে।

শত্রু মুক্ত করে গেলো
চিরদিনের তরে,
বেঁচে থাকার শক্তি দিলো
সারাজীবন ভরে।

জন্ম তাহার ধন্য হলো
সোনার দেশের তরে,
জীবন দিয়ে রেখে গেলো
দেশকে স্বাধীন করে।

তাং – ১৫/০৮/১৮

মন্তব্য করুন