Skip to content

আত্নকথন – কবি মোহাম্মাদ মকিজুর রহমান

  • by

পৃথিবীর কাছে মোর প্রত্যাশা
মিছে বন্ধনে কেন রাখে ধরে
আমি চাইনা সে সুখ
মরণ পর্যন্ত থাকি দুঃখে
চাওয়া পাওয়া কিছু নেই অন্তরে।
জয় পরাজয় কথা নয়
মরণ ডাকে বারে বারে।

ভালোবাসা চাইনা অন্তর সুখে
ভাবিতে পারিনা শান্তির নিড়ে
জীবন যদি ফাঁকি দিয়ে চলে যায়
ভালবাসা শোধ হবেনা জীবনে।
পারিনা মজিতে প্রেমে
আত্মার প্রণয় হোক ভাল
আমার নয়,আমি চাইনা সে সুখ।

ভালোবাসা আর দুঃখের ব্যবধান
কাছাকাছি বন্ধুর মতন
জীবন আর মরণের ব্যবধান
মিলনের নেই কোন সংশয়।

মরণে মোরে ডাকে বারেবারে
প্রাণে বাজে ধ্বন্নি বাজে,
যেতে হবে ভুবন ছেড়ে
অজানা গহিন অন্ধকারে।

কেউ নেই বন্ধু সজন পাশে
একাই যেতে হবে,
নিয়তি এমনি বিধান লিখেছে
মেনে নিতে হবে সহজে।

আমি চলে যাব নিঃশব্দে উড়ে
ফিরবনা কখন ভুবনে,
মাটির দেহটা,মাটিতে যাবে মিশে
বিলীন হয়ে যাবে সব স্মৃতি
রহিবে না কিছুই মোর জগৎ পানে
সময় আর নেই,আমাকে যেতেই হবে।

মন্তব্য করুন