Skip to content

আজগুবি এক ভাবনা দিলাম — হীরক মুখোপাধ্যায়

তোমায় আমি আজগুবি এক ভাবনা দিলাম, যেমন ধরো —
বুকের ওপর জব্দ পাথর নিখুঁত যত্নে করছো জড়ো,
বকুল মালার তীব্র গন্ধ, কোথায় উধাও আকাশ ফুঁড়ে,
মন খারাপের দু -চারটে বীজ চারা বসাও পাঁজর খুঁড়ে,
একটি একক আঁধার বিন্দু মাথার মধ্যে হচ্ছে বড়ো,
তোমায় আমি আজগুবি এক ভাবনা দিলাম, যেমন ধরো —

তখন তোমায় একলা ফেলে তোমার ছায়া কিয়ৎ দূরে,
কখনো সে বেহেড মাতাল, কখনো ফের গাইছে সুরে,
একে তুমি বিপন্ন এক স্বপ্ন দেখাও বলতে পারো,
তোমায় আমি আজগুবি এক ভাবনা দিলাম, যেমন ধরো —

মাথার ওপর বেহদ্দ চিল আকাশখানা নিকষ কালো,
ভয়ে অন্ধ দু – চোখ বুজে চেঁচাচ্ছে কেউ আগুন জ্বালো,
আগুন জ্বালো বলছে বটে স্কন্ধ কাটা একটি লোক,
পা ডুবে যাক রক্তে তুমি দাঁড়িয়ে থেকো চণ্ডাশোক,
অনেক তুমি দেখেছো আর দেখবে হত্যা কত আরো,
তোমায় আমি আজগুবি এক ভাবনা দিলাম, যেমন ধরো —

মন্তব্য করুন