Skip to content

আজকের অপুরা – অমিয় আদক

তেলচিটে আকাশের বেড়া ভেঙে
আলোর গোল্লা খানা ওঠে নামে।
দিন শুরু, শেষ হয় দিন।
নীলচে কালচে হয়ে ফুটে ওঠে আকাশে,
অপুদের স্বপ্ন হয়ে গেছে ফ্যাকাসে।
আকাশের নীল রঙ কবে গেছে হারিয়ে,
অপুদের স্বপ্ন কবে গেছে ফুরিয়ে।
আজকের অপুরা আম তলা যায় না,
নুন ও লঙ্কা দিয়ে কাঁচা আম খায় না।
সোনা রোদে মেঠো পথে পথ ভুলে যায় না।
ঘরে বসে পড়ে ম্যাগাজিন।
গুল্‌তি বা তীর হাতে ঘুরে পাখিদের পিছু,
পেড়ে ওর গাছে আম, পেড়ে তার গাছে লিচু,
ঢিল মেরে কুল পেড়ে, আম জাম গাছে চড়ে
কাটায় না ওরা কোনদিন।
বই পড়ে ছবি আঁকে, টিভি সিরিয়াল দেখে।
টিভিটাই যেন আলাদীন।
সায়েন্স ট্যালেন্ট সার্চ বা ক্যুইজ কন্টেস্ট,
করতেই কন্টেস্ট গিল্‌ছে জি কে লেটেস্ট।
নেই ছুটি নেই রেস্ট।
বসে আঁকো সেমিনার,
বিজ্ঞান আলোচনা, সায়েন্স মডেল,
এতো নিয়ে মাথাভারি,
কম্প্যাক্ট বিজি সব দিন।
হার্ড কম্পিটিসান, তেমনই অ্যাম্বিসান,
রাখতে বজায় করে ফ্যামিলির ট্র্যাডিসান,
ছুটে যায় কাল ঘাম।
হয়ে যায় বুক ওয়ার্ম।
নদীতে বা খালে বিলে ডোঙা বা ডিঙিতে চড়ে,
সাঁতরে বা কাদা মেখে,
সত্যি কতটা সুখ বুঝল না ওরা কোন দিন।


কবি অমিয় আদকের পাতায় যেতেঃ এখানে ক্লিক করুন 

মন্তব্য করুন