Skip to content

আইনের শাসন – জামাল আনসারী

শোন, এক উল্টো দেশের উল্টো কথা বলি
গড্ডলিকায় গা ভাসিয়ে আমরা সবাই চলি।
এখানে ধর্মের ঘাসে মুখ দিয়ে চলে
নেতা মন্ত্রীরা। তিমির অন্ধকারে ধর্মের কলে
জমা হয়, কোটি কোটি নিরন্ন পেটের রক্ত।
প্রকাশ্য দিবালোকে চৌরাস্তারর মোড়ে ভক্ত
চাপাতির আলিঙ্গনে অথবা ত্রিশূলের আগায়,
মুক্তমনা বুদ্ধিজীবীকে সূর্যের-আলো-বঞ্চিত করে একাই।

এদেশে নেই কোন আইনের শাসন,নেই গণতন্ত্র,
দেশ হেঁটে যায় মিথ্যার বেসাতি আর শুনে তন্ত্র মন্ত্র।
গরীবের মাথায় হাত বুলিয়েই কত মস্তান, গুন্ডা
জন্মিছে প্রতিক্ষণে এদেশে।হাতে ধরে পার্টির ঝান্ডা।
শ্রমিকের রক্ত নিগড়িয়া টাকার কঙ্কাল নেতার ঘরে।
তবুও সি,বি,আই ধরেনা,যারা কালো টাকা ভরে
বিদেশের সুইস ব্যাংকে।আর এ দেশের মানুষ?
চোখ থাকতেও অন্ধ।হারিয়েছে কি মান -হুস??

মন্তব্য করুন