Skip to content

অস্তরাগে -তূর্য অমিত

সখি! নিশিদিন এ বিরহ যাতনা কেমনে সহিব, কেমনে কহিব পরানের কথা ৷
কেমনে যচিবো তাহারে, অলস দুপুরে বসিতে ভাবিয়া, কাহারে জানাবো ব্যাথা ৷
আজি গত হইলো বর্ষ ৷ অসীমের পানে চাহিয়া, তাহারে ভাবিয়া কাটিয়া গেইলো বেলা ৷
আজি এ মনে ব্যাথার মাদল, কালবৈশাখীর সুরে ৷
ক্ষনে ক্ষনে ঝড়ো হাওয়ার বাদল মিলাইতেছে দূরে ৷৷
এ মধুমাসে! সে যে হাওয়ার সনে আসে ৷
আমারে লইয়া ক্ষনিকে খেলিয়া, মেঘের ভেলায় ভাসে ৷
তাহারে দেখিলাম, ক্ষনিকে কাপিয়া উঠিলো হিয়া ৷
মন আজি কাদে ,ডাকে বলে পিয়া পিয়া ৷৷

—৩ রা বৈশাখ, বাংলাদেশ

মন্তব্য করুন