Skip to content

অসহায়ের সহায় হও

আকাশসম বিলাসিতা থেকে,
পা’টা একটু রাখো জমিনে।
অসহায়ের অসহায়ত্ব তুমি,
দেখিবে নয়নে।

আনন্দভরা মন নিয়ে আকাশে ভাসো,
বন্দুদের সাথে বেধে জুটি।
এক বুক ব্যাথা নিয়ে তাদের,
মাটিতে লুটোপুটি।

অগ্নিঝড়া সূর্যতাপেও তুমি,
এসিতে করো আরাম।
একমুঠো খাবারের খুজে তাদের,
রৌদ্রতাপে ঝড়ে ঘাম।

শীতকাল আমার ফেভারিট,
শুনি তোমার আলাপে।
অভাবের তাড়নায় পথে নেমে তারা,
থরথরিয়ে কাপে।

তোমার আলমাড়ি বর্ধিত থাকে,
নিত্য নতুন জামায়।
পুরনো কাপড়ে তাদের কাটছে জীবন,
কারো খালি গায়।

তোমার ঘরে সদাই থাকে,
মুখ রোচক খাবার।
শুধু ক্ষুধা নিবারন করে বাচিবার তরে তারা,
করছে স্বল্প আহার।

টাকার গদিতে শুয়ে থেকেও,
তোমার শান্তি নেই মনে।
একবার খেয়ে দুবেলা খাবার নেই তবু,
নতুন সুরে লড়ে যায় প্রানপণে।

অসহায়ের পাশে দাড়াও তুমি,
যথি পেতে চাও শান্তির ঠিকানা।
পাবে অনাবিল সুখ,
যে সুখের নেই সীমানা।

_সমাপ্ত_

মন্তব্য করুন