Skip to content

অসহায় মমত্ববোধ

  • by

পায়ে পায়ে অনেকটা পথ পেরিয়ে এসেছি, তুমি চলে গেছো ভিন্ন পথের বাঁকে। একটুকরো মমত্ববোধ তুমি রেখে গেলে কার কাছে। অতনু অনুভবের গভীরে নিরব দ্যোতনায়, যেখানে জল মাটির নিত্য বিবাদে প্রমত্ত নদী ভাঙ্গে কুল। বিদ্বান মহীরুহ তার সমূহ কর্ম খুঁড়ে খুঁড়ে অতলে ছড়িয়েছে শিকড়ের জাল অসহায় হৃদয়ে খুঁজে চলেছে অমৃত ভান্ডার, কখনও মনস্তাপে পায়নি খুঁজে ভুল। চারিদিকে শঙ্খিনী সরিসৃপ কুন্ডলী পাকিয়ে ছড়িয়ে দিচ্ছে নিশ্বাসে বিষ, তাতেও বিকলাঙ্গ চেতনা পায় উষ্ণতার স্বাদ; তাদেরও যে সাপের’ই শরীর, খসে নির্মোক বেড়িয়ে আসে নতুন ত্বক, চাই উত্তাপ। মমত্ববোধ তুমি রেখে গেলে কার কাছে। ভাঙ্গা হৃদয়ের বিমূঢ় প্রণয়; অবারিত শূন্য পুলিন; বাতাসে ফিসফাস; পড়ে আছে অদূরে তরু জীবনের লাশ, উন্মূল।

মন্তব্য করুন