Skip to content

অর্ধ পৃথিবী পূর্ণ আকাশ – প্রীতি দাস

  • by

অর্ধেক পৃথিবী তোমার হোক
অর্ধেকে থাক আমারও অধিকার,
মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার অধিকার
খোলা মাঠে হাত পা ছুঁড়ে বাঁচার অধিকার।।
এই শৃঙ্খল ভার বল
আর কত যুগ বহন করি।
ভেঙে গুঁড়িয়ে লৌহবেড়ি
একবার তো বাঁচি,না হয়
একেবারেই মরি।।
তুমি তাচ্ছিল্য ভরে বল-
“সে সাধ্য কি তোর আছেরে
অবলা নারী।
আমার নামে বাঁচিস রে তুই
আমার ঘরে থাকিস,
আমার অন্ন ধ্বংস করে
স্বাধীনতার বুলি হাকিস।।”
আমি বলি….
“তোমার নাম অক্ষয় করি,
তোমার ঘর আমিই গড়ি,
তোমার অন্ন আমারই যে দান ;
জানবে যেদিন হে পুরুষ তব
ভাঙবে অভিমান।।”

সেদিনও পুড়েছি সহমরনে,
বাল্যবিবাহে,বৈধব্যবেশে
আর উপবাসে; আজও
বিবাহ সজ্জায় শরীর বিলাই
আমি চতুর্দশ বর্ষী কন্যা।
মাতৃগর্ভেই ছিন্ন ভিন্ন
যদিবা জন্মাই
আমি বাঁচি নগণ্য।
ঘরের সাথে যুদ্ধ করে
পরের সাথেই ঘর করে..
দুকুল হারিয়ে নিজেরে বিলাই
লুটতে লুটাতে ফিরে দাঁড়াই-
যখন দাঁড়াই…..
সানিয়া মীর্জা থেকে নির্জা
কল্পনা থেকে ইন্দীরা
কখনও মেরী কম অথবা
আশাপূর্ণা…
আমি যে কোন রূপেই
অনন্যা।।

একদিন দেবে সময় বিধান
ভেঙে ধরনী হবে
খানখান….
তার পূর্বে হে পুরুষ
একবার তো পিতা হও-
ভ্রাতা কিংবা পুত্র হও,
প্রেমিক অথবা
বন্ধু হও;
সমাজ বিধান ভুলে গিয়ে
হৃদয় বিধান মানো।
জন্মাবো যখন আমি,
বাজুক প্রতি ঘরে
শঙ্খধ্বনি;
হাস্য মুখে মিষ্টি বিলিয়ে
আমায় বরন কর।।
তোমার পৃথিবী তোমারই থাকুক
আমার পৃথিবী সবুজে ঢাকুক
মুক্ত বিহঙ্গ হয়ে আমরা না হয়
আসমানে আজ উড়ব;
অর্ধেক নয় পূর্ণ আকাশে
আমরাও ঘর করব।।

মন্তব্য করুন