Skip to content

অভিশপ্ত নাজিরউদ্দিন(পর্ব-১) লেখক:মোঃরাকিবুল হাসান জয়

সময় রাত ১ টা বেজে ৪৫ মিনিট।চারিদিকে ঘুটঘুটে অন্ধকার।রাস্তার পাশে ফুটপাতে কয়েকটা কুকুর নিঃশব্দে ঘুমুচ্ছে।আশেপাশের পরিবেশও যেন সাইলেনসার করা।প্রায় সকল বাড়িতেই বাতি বন্ধ।এটাই স্বাভাবিক,এত রাতে কেই বা আর বাতি জ্বালিয়ে রাখবে?সবাই ঘুম।শুধুমাত্র কয়েকটা অফিসে এখনো বাতি জ্বলছে।কিন্তু দূর থেকে আসা সেই কিঞ্চিত পরিমাণ আলোতে যেন অন্ধকারটাই আরো গাড় ভাবে বোঝা যাচ্ছে।আজ অফিসের কলিগ আর বন্ধুরা মিলে বেশ অনেক্ষণ যাবৎ আড্ডা দিয়েছি,তাই ফিরতেও বেশ দেরিই হয়েছে।ল্যাম্প পোস্টের বাতিতে পথ হাঁটছি।এমন সময় হঠাৎ বাতিগুলো বন্ধ হয়ে গেল,লোডশেডিং হয়েছে বুঝি।পথটা ঘন আঁধারের সাথে নিবিড়ভাবে মিশে গেল।কিছুটা শঙ্কিত বোধ করলাম।ফোনের আলোতে পথ চলেছি।নিঃস্তব্দ পরিবেশে আমার হাঁটার আওয়াজ স্পষ্ট কানে আসছিল।কেন জানি না বারবার মনে হচ্ছিল আমি ছাড়া আরও কেউ আমার আশেপাশে হাঁটছে,হাঁটা থামাতেই সেটাও থেমে যাচ্ছিল।বিষয়টা গুরুতরভাবে নিলাম না।ঘুমের চোটে হয়তোবা এমনটা হচ্ছিল।

1 thought on “অভিশপ্ত নাজিরউদ্দিন(পর্ব-১) লেখক:মোঃরাকিবুল হাসান জয়”

মন্তব্য করুন