Skip to content

অভিলাষ

অভিলাষ
।।।সুদীপ সিনহা।।
তোমার জন্যে শ্রাবণ মেঘে বৃষ্টি বাদল,
তোমার জন্যে, হরেক রকম, মেঘের আদল।
তোমার জন্যে ঝোড়ো হাওয়ায়, ঝরা পাতা,
তোমার সঙ্গে, বৃষ্টি ফোঁটায় বলবো কথা।

তোমার জন্যে, রাত বিরেতে গুনছি তারা,
তোমার জন্যে ,আজকে আমি তন্দ্রাহারা।
তোমার জন্যে চুপি চুপি পরীর মেয়ে,
ভরিয়ে দিলে,নরম আলো,আকাশ ছেয়ে।

তোমার জন্যে, আকাশ বাতাস,মেঘের কালো,
তোমার জন্যে সারা আকাশ ঝলমলালো।
তোমার জন্যে হারিয়ে যাওয়া,আবার আসা,
তোমার জন্যে ,আমার সকল ভালোবাসা।

তোমার জন্যে আমার বাঁচা,এবং মরা।
তোমার জন্যে, শৈশব আর আমার জরা।
তোমার জন্যে বিলিয়ে দেওয়া আমার বাঁচা,
তোমার জন্যে, বুড়িয়ে গিয়েও ,দিব্বি কাঁচা।
তোমার জন্য ,ভালোবাসা আজ বাঁচার মানে,
চিরকাল আমি বেঁচে থাকি তাই,তোমার গানে।
14/01/21

মন্তব্য করুন