Skip to content

অভিমান

আমার তানপুরাতে আদৌ বাজে
অভিমানের সুর,
বিরহ আয়াশে প্রস্তর চিত্ত রুদ্ধ করেছে দোর।
থাকিনা কারো প্রতিক্ষাতে রোদনে গড়ি না নদী;
প্রশান্ত চিত্তে মানিয়ে নিয়েছি একটু সুখ পাই যদি।
ভুলিবোনা তীব্র অভিনয়টুকু স্মৃতিতে রবে অমর,
অভিমানী অন্তপুরে আসুক চাইনা কোন ভ্রমর।।
রসাতলে জীবন বিলাবো না আর মিথ্যা স্বপ্নের ছলে,
নির্বোধের মত নাম লিখাবোনা ভালোবাসার দলে।
আবেগের সুর পারিবেনা আর ভুলাতে চিত্তপট;
একাকীত্বতায় রহিব অটুট গড়িবো জীবন তট।।
সুর মূর্ছনায় করিবোনা আর কারো হৃদয় হরণ,
নিজের পায়ে নিজে কুড়াল দিয়ে আনিতে চাইনা মরণ।
একলা রাহায় পাড়ি দেব চলবো সাথীহীনা;
হৃদদ্যুলোকে বাজবেনা আর প্রেমের সুরের বীণা।
স্তব্ধ হয়ে থাকবো আমি নিস্তব্ধ রজনী —
অভিমানটুকু পুষে রাখিবে তুমার সজনী।।

মন্তব্য করুন