Skip to content

অবস্থান

মেরু দুটি উল্টে যদি যায়
পাল্টাবে কি আমার অবস্থান
ঘুমের মাঝেও না হয়ে অজ্ঞান
বলতে পারবো, আমাতেই
আমি আছি?

স্তব্ধ গহন জমাট অন্ধকারে
উল্টো সোজা বোঝা তো কঠিন
যুক্তি তক্ক গপ্পোতে সব লীন
হলে পরে বলবো না কি
বড্ড কষ্টে আছি?

শ্বাসরোধকারী সমস্ত জিজ্ঞাসা
ঝাঁঝির মতো পা জড়িয়ে ধরে
সাঁতরে ওঠা হবে কেমন করে
উত্তর না খুঁজে যদি পাই
পেলে, ডুবতে রাজি আছি।

এখান থেকে সব কিছু যায় দেখা
বিষুবরেখায় যদি থাকা যায়
দিগন্তলীন গভীর তমিস্রায়ও
আলোর বিন্দু থাকবে
কাছাকাছি।

———- কাঞ্চন ভট্টাচার্য

মন্তব্য করুন