Skip to content

অবনী – হাকিকুর রহমান

শিশু, মেলিয়া আঁখি
হেরিলো স্নিগ্ধ বসুন্ধরা,
সুজলা-সুফলা, শস্য-শ্যামলা
কি মধুর স্বয়ম্ভরা।

কহিল সে ব্যাকুল কন্ঠে
ওহে বিশ্ব জননী,
রহিবেক কি এমনি নির্মল
ওহে মোর অবনী।

বিশ্বচরাচর, দীর্ঘশ্বাস ছাড়িয়া
কহে, ওহে বৎসে
নিরুপায় আমি, কারণ আমার
ক্ষয় হইতেছে উৎসে।

মন্তব্য করুন