Skip to content

অপ্রকাশিত

  • by

কিছু ভাষা যারা কখনো মুছতে পারেনা অপ্রকাশের অভয়ারণ্য
তাদের চোখে বয়স্ক মোটা ফ্রেম অনেক কথা গোপন রাখে
কথা বলার জন্য হাওয়াকে আশ্রয় করে ছুটে চলে
মনখারাপের প্লেট বিক্রি হয় চোরবাজারের ভাঁজে
প্রতিটি জিভ আড়ষ্ট হতে হতে একসময় স্থির
অনন্ত সূর্যরশ্মি মুছে নেয় ঘাম- অভিযোগ
নকশী কাঁথা পেতে বিশ্বাস খোঁজে সন্নিহিত দুটি গ্রাম
বিলের ধার থেকে হেঁটে আসা মেয়েগুলো
স্কুল ছাড়িয়ে কলেজে পা রাখে ফেসবুকের আদরে
বয়ফ্রেন্ডের লিস্ট বাড়তে বাড়তে সীমানার বাইরে
সকাল থেকে শুরু হওয়া চ্যাট মাঝরাতে বিছানায় সন্ধি
এতকিছুর পরেও কথা শুরুর জন্য ভাষা খুঁজতে হয়
আর ছবি আঁকতে গিয়ে শব্দ ফিরে যায় আদিম চোখে

মন্তব্য করুন