Skip to content

অপূর্ণতা

আনন্দঘন দিনগুলো স্বল্পকালের
জন্য স্থায়ী হয়,
কেন যেন দ্রুত ফুরিয়ে যায় সুখের
এই যে সময়!

আনন্দকে ভাগ করতে গিয়ে মানুষ
হারিয়ে ও যাচ্ছে,
কে জানতো জীবনের শেষ যাত্রা তাকে
এভাবে ডাকছে!

পরিবার নিয়ে সুখের সেলফি কার
না পছন্দ হয়!
তাই বলে মৃতুরই মতো গন্তব্যের
স্বাদ কেন দেয়?

বাঁচা মরা নিয়ন্তার হাতে জানি তবু
অপূর্ণতা ঝরা…
মেনে কি নেয়া যায় এতোবড় একটি
রেলের শব্দেরা…

তাং – ১৮/০৬/১৮

মন্তব্য করুন