Skip to content

অন্তর্নিহিত মরচে – প্রভাত মণ্ডল

  • by

লেখাতে ছিল স্বচ্ছতা
ছিল নীল মায়াবী আকাশ
সাথে ছিল আনন্দ
মনন করেছিল আত্মপ্রকাশ
উত্তরের হিমেল বাতাস বয়ে চলেছিল
শহুরে গুমোট আভিজাত‌্যের গন্ধে
পরনে টাই-বুট, ঝলমলে শাড়ী
বড় বড় মল ফ্ল‌্যাট আরো কতকিছু বলতে না পারি
কিন্তু অন্তর্নিহিত বসন্তে পড়েছে মরচে
ফুটে বসা ওই জামা কাপড় বিহীন উলঙ্গ শিশুটি
স্বচ্ছতার শ্রী তে লেপেছে কালি
গুটি বসন্তের দাগ যায় না ঢাকা যতই ফেশিয়াল করি।

মন্তব্য করুন