Skip to content

অনেক কথা বলা যায় না – সুবীর মন্ডল

  • by

সব জেনেও—
অনেক কথা বলা যায় না।
রুদ্ধ হৃদয়ে হাড় মজ্জায় আঘাত হানে। বলা মানা।
ভয়, শঙ্কা, খাঁড়া, বুলেট পরোয়া করিনা,
তবুও অনেক কথা বলা যায় না।
ভাবি- ফানুসে উড়াব, মুক্ত বিহঙ্গের ডানায়,
মর্মঘাতে ভরুক কুৎসিত কালোয়।নীল আকাশ।
বজ্র নিনাদে নেমে আসুুুক ধরায়,
তবুও অনেক কথা বলা যায় না।
ভাবি- রুকস্যাকে বেঁধে চড়াব হিমালয় চূড়ায়,
নিশ্চিন্তে কাটুক কিছু কাল নিদ্রায়।
হিম শৈলে আঘাত করুক কঠোরতায়,
অচলায়ন নেমে ধুয়ে মুছে দিক বন্যায়।
তবুও অনেক কথা বলা যায় না।
অবশেষে, গলা টিপে ধরি,
শ্বাস রুদ্ধ করি। নিশ্চিন্ত হই অত্যয়,
লুই চাপা সুপ্তিতে, অবসান ঘনায়।
সব জেনেও—
অনেক কথা বলা যায় না।।

মন্তব্য করুন