Skip to content

অনুতাপে পল্লীর কথা – অচিন্ত্য রায়

আগুন ছুঁয়েছে বিকেল
রাস্তায় কৃষ্ণ-চূড়ার রক্তাভ লাশ

রাতের ঘুম এড়িয়ে দাঁড়িয়েছি ঝুপড়ি দাওয়ায়
অনবরত, অনবরত-ডাবুক, কোকিল, ঘুঘুর ডাক…

কদম আর বাঁশ গাছের মাথা ঠোকাঠুকি
মাঝ দিয়ে ঠিকরে আসছে গুরু-পূর্ণিমার চাঁদ

দূরে ঝোপঝাাড়,থোকা থোকা আঁধার
পৃথিবীর উপর শুয়ে আছে – মৃত এক দৈত্যাকার

যার দেহ জুড়ে উল্কি অঙ্কিত
চামড়ার উপর ঝকঝকে অক্ষরের চিৎকার…

আমি দুই বাংলার খেতাবি সন্ত্রাস…

মন্তব্য করুন