Skip to content

অদ্ভুত ছড়া

পাহাড় টিলা দালান বাড়ি
বারুদ গোলায় কাঁপে
নদী নালা জমি জমা
আকাশ ভরা পাপে।

টেবিল চেয়ার সিঁড়ি দেয়াল
পাথর নুড়ি কাঁচে
পোকা মাকড় টিকটিকিরা
নেংটো হয়ে নাচে।

ছাগল গরু শেয়াল কুকুর
ভেঁড়া ঘোড়ার পালে
রঙ তামসা ঢলাঢলি
মাতান গানের তালে।

হাট বাজার অই দোকান পাট আর
রাস্তা ঘাটে লনে
নাট্য ভাষণ তরল গরল
হাজির টনে টনে।

মিনি আধা শাড়ি নোটে
মেলামেশা কত
বইছ হাওয়া চাওয়া পাওয়া
আহ কি মনের মত।

মন্তব্য করুন